অদ্য ২১/৩/২০২৩ খ্রি.তারিখ জেলা সমবায় কার্যালয়, ময়মনসিংহে জেলা ও উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা, কর্মচারিদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা মোহাম্মদ নিয়ামুল বাশার, উপনিবন্ধক, প্রশাসন, বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ। আয়োজিত সভায় সভাপতির পদ অলংকৃত করেছেন জনাব মোহাম্মদ রবিন ইসলাম, জেলা সমবায় অফিসার, ময়মনসিংহ, মহোদয়। সভাটি সঞ্চলনার দায়িত্বে ছিলেন জনাব আফরোজা খাতুন, উপসহকারী নিবন্ধক, জেলা সমবায় কার্যালয়, ময়মনসিংহ। আয়োজিত সভায় এ.পি.এ.ভিত্তিক সূচক অনুযায়ী বিভিন্ন উপজেলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় প্রধান অতিথি মহোদয় সবার কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়নসহ পরিবর্তনশিল পরিস্থিতিতে নিজদের খাপখাওয়াতে প্রত্যেককে তৈরি করতে নির্দেশনা দিয়েছেন। সভায় জেলায় নবযোগদানকৃতদের ফুল দিয়ে বরন করা হয় এবং প্রতিবারের মত জেলায় কাজের পারফরম্যান্স অনুযায়ী তিনটি শ্রেণীতে পুরুষ্কার বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস