সঞ্চয় আমানত রাখতে আগ্রহী হোন। প্রথমে উক্ত সমিতির নিবন্ধন আছে কিনা যাচািই করে নিন। সমবায় সমিতিতে ডিপিএস, স্থায়ীআমানত,এফডিআর সংগ্রহ করা যাবে না। 

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাসিক সমন্বয় সভার নোটিশ
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা সমবায় কার্যালয়

ময়মনসিংহ

মাসিক সমন্বয় সভার  নোটিশ

স্মারক নং - 47.61.6100.000.50.091.04/৩১২                                                                        তারিখ : ০২.০2.202২ খ্রি:

       

       জেলা সমবায় কার্যালয়, ময়মনসিংহ এর আওতাভুক্ত উপজেলা সমবায় কার্যালয়সমুহে কর্মরত উপজেলা সমবায় কর্মকর্তা/সহকারী পরিদর্শকবৃন্দ এবং জেলা সমবায় কার্যালয়, ময়মনসিংহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের সমন্বয়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে জানুয়ারী/২০২২ খ্রিঃ মাসের মাসিক সমন্বয় সভা আগামী ০৭.০২.২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার সকাল ০৯.০০ ঘটিকায় জেলা সমবায় কার্যালয়, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।

        ০২। জেলাধীন সকল উপজেলা সমবায় কর্মকর্তাকে নিম্নবর্ণিত আলোচ্যসূচি মোতাবেক আগামী ০৬/০২/২০২২ খ্রি: তারিখের মধ্যে নির্ধারিত কার্যবিবরণীর ছক মোতাবেক কার্যপত্র প্রস্তুত পূর্বক ই-মেইলে সফটকপি ও হার্ডকপি এ দপ্তরে প্রেরণ এবং ০১ (এক) প্রস্ত হার্ডকপিসহ সংশ্লিষ্ট সকলকে মাসিক সমন্বয় সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।


আলোচ্য সূচি :

০১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

০২। এপিএ এর লক্ষ্যমাত্রা ও বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা।

০৩। অডিট অগ্রগতি ও মানসম্মত অডিট প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত আলোচনা।

০৪। বার্ষিক সাধারণ সভা ওঅডিট সংশোধনী সংক্রান্ত আলোচনা।

০৫। অডিট নোট পর্যালোচনা সংক্রান্ত আলোচনা।

০৬। লভ্যাংশ বিতরণ সংক্রান্ত আলোচনা।

০৭। টেস্ট অডিট সংক্রান্ত আলোচনা।

০৮। নতুন সমিতি নিবন্ধন এবং নিবন্ধন বাতিল সংক্রান্ত আলোচনা।

০৯। চলমান ও সমাপ্ত প্রকল্প বাস্তবায়ন এবং বর্তমান অবস্থা সংক্রান্ত আলোচনা:

(ক) আশ্রয়ণ প্রকল্প, আশ্রয়ণ ফেইজ-২ প্রকল্প ও আশ্রয়ণ-২ প্রকল্প।

(খ) সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়ন কম্পোনেন্ট আমার বাড়ী আমার খামার (৪র্থ সংশোধিত) প্রকল্প।

(গ) সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্প।

(ঘ) উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্প।

(ঙ) গারো সম্প্রদায়ের জীবন মান উন্নয়ন প্রকল্প।

(চ) সমবায় ভিত্তিক দুগ্ধ উৎপাদন নিশ্চিতকরণ প্রকল্প।

(ছ) সমবায় অধিদপ্তরকে শক্তিশালীকরণ প্রকল্প।

(জ) ফ্যামিলি ওয়েল ফেয়ার এন্ড ইনকাম জেনারেশন একটিভিটিজ থ্রু- দ্যা কো-অপারেটিভ ইন-বাংলাদেশ শীর্ষক প্রকল্প।

১০। মামলা সংক্রান্ত আলোচনা।

১১। ওয়েব পোর্টাল আপডেকরণ সংক্রান্ত আলোচনা।

১২। ই-সার্ভিস ও ই-নথি সংক্রান্ত আলোচনা।

১৩। পেন্ডিং বিষয়াদি সংক্রান্ত আলোচনা।

১৪। বিবিধ আলোচনা।                                                                                               

                                                                                                                                   ০২/০২/২০২২

মোহাম্মদ রবিন ইসলাম

জেলা সমবায় কর্মকর্র্তা

ময়মনসিংহ।

 বিতরণ:

১। প্রধান সহকারী, জেলা সমবায় কার্যালয়, ময়মনসিংহ। তাঁকে নোটিশখানা জেলা সমবায় কার্যালয়ের সকলকে অবগত করানোর জন্য বলা  

    হলো।

২। নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ/ময়মনসিংহ সদর উত্তর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ। 

৩। উপজেলা সমবায় কর্মকর্তা, ময়মনসিংহ সদর/মুক্তাগাছা/ফুলবাড়ীয়া/ত্রিশাল/ভালুকা/গফরগাঁও/নান্দাইল/ঈশ্বরগঞ্জ/গৌরীপুর/ ফুলপুর

     ময়মনসিংহ। তাঁকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

৪। নির্বাহী প্রকৌশলী, এল.জি.ই.ডি, ময়মনসিংহ। তাঁকে একজন প্রতিনিধি প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

   

সদয় জ্ঞাতার্থে অনুলিপি:


১। যুগ্মনিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/02/2022

 সঞ্চয় আমানত রাখতে আগ্রহী হোন। প্রথমে উক্ত সমিতির নিবন্ধন আছে কিনা যাচািই করে নিন