আজ ২৬ মার্চ ৫৩ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বিভাগীয় সমবায় কার্যালয় এবং জেলা সমবায় কার্যালয় ময়মনসিংহ এর উদ্যোগে প্রত্যুষে ব্রহ্মপুত্র নদীর তীরে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে দিনের আনুষ্ঠানিকতায় জেলা সমবায় কার্যালয় ময়মনসিংহে এক মুক্ত আলোচনা, দোয়া মাহফিল ও স্বাধীনতা দিবসের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা মোহাম্মদ নিয়ামুল বাশার, উপনিবন্ধক, প্রশাসন,বিভাগীয় সমবায় কার্যালয় ময়মনসিংহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকিয়া সুলতানা সহকারী নিবন্ধক,বিভাগীয় সমবায় কার্যালয়,ময়মনসিংহ, ও মোঃ কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার, ময়মনসিংহ, সদর এবং সভাপতির পদ অলংকৃত করেছেন জনাব মোহাম্মদ রবিন ইসলাম, জেলা সমবায় অফিসার ময়মনসিংহ,মহোদয়। অনুষ্ঠানটি বরাবরের মত সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব মোঃ শহিদ মিয়া তাত তত্ত্বাবধায়ক জেলা সমবায় কার্যালয়,ময়মনসিংহ। অনুষ্ঠানে উপস্থিত বক্তা গন বাঙালী জাতীয় জীবনে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব, তাৎপর্য ও এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। ( সংবাদ মিডিয়া সেল জেলা সমবায় কার্যালয় ময়মনসিংহ)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস