সঞ্চয় আমানত রাখতে আগ্রহী হোন। প্রথমে উক্ত সমিতির নিবন্ধন আছে কিনা যাচািই করে নিন। সমবায় সমিতিতে ডিপিএস, স্থায়ীআমানত,এফডিআর সংগ্রহ করা যাবে না। 

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বন্ধন শ্রমজীবী সমবায় সমিতি লি:



বন্ধন শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ত্রিশাল উপজেলার কাঁঠাল ও কানিহারী ইউনিয়নের তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে একত্রিত করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে স্থানীয় ও নিজস্ব সম্পদ ও শক্তিকে কাজে লাগিয়ে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে স্থায়ীত্বশীল ও টেকসই উন্নয়ন ধারা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করে আসছে।


সমবায় সমিতিটি স্বাস্থ্য ও পুষ্টির ২৪ টি বিষয়ে সচেতন করার লক্ষ্যে ১৩১৫ জন সদস্যকে বিভিন্ন প্রশিক্ষণ ও সেশন প্রদান করেছে। সমিতির মাধ্যমে সদস্যদের বাড়ি বাড়ি টয়লেট, টিউবওয়েল ও হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়। ৪৯০ জন স্পন্সর শিশুদের নিয়মিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ, কৃমিনাশক বড়ি ও স্বাস্থ্য উপকরণ প্রদান করেছে। কোভিড ১৯ এর প্রতিরোধে সদস্যদেরকে সচেতনতার জন্য বিলবোর্ড স্থাপন ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছিল।


সমিতিটি স্পন্সরশীপ কার্যক্রমের মাধ্যমে ৪৯০ জন শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও উপকরণ প্রদান করছে। ১২ টি শিশু ও কিশোর/কিশোরী ক্লাব ও ৬ টি প্রি-স্কুলের মাধ্যমে ১৬০ জনকে শিক্ষা প্রদান করছে। সাংস্কৃতিক, বিতর্ক, চিত্রাঙ্কন অন্যান্য প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশে সহায়তা করছে। শিশুদের স্কুল ঝড়েপড়া, শিশুশ্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে তাদের সচেতন করতে নাটক ও শোভাযাত্রার আয়োজন করে থাকে। 


এছাড়াও সদস্যদের মাঝে সবজি চাষ প্রশিক্ষণের আয়োজন ও বীজ বিতরণ করা হয়। পারিবারিক আয়বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ যেমন টেইলারিং, হাঁস-মুরগি পালন, গরু ছাগল পালন, ব্লক-বাটিক, সঞ্চয় ও বিনিয়োগ ইত্যাদির আয়োজন করা হয়। সদস্যদের মাঝে নিয়মিতভাবে বিভিন্ন উপকরণ যেমন - সেলাই মেশিন, ছাগল, গাছের চারা, ল্যাট্রিন, নলকূপ, শাড়ী, ছাতা ও হাঁস বিতরণ করা হয়। ৯৮৮ জন সদস্যকে ৫২ টি দলে বিভক্ত করে সমবায় সমিতির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সমবায় সমিতির বর্তমান মোট সদস্য রয়েছে ১০২৬ জন, শেয়ার ও সঞ্চয় আমানতসহ মোট তহবিলের পরিমাণ ৭৫,৩২,৯২৯/- টাকা এবং এই অর্থবছরে সদস্যদের মাঝে ৩,৭০,৮০০/- টাকা লভ্যাংশ বিতরণ করা হয়। এছাড়াও সমিতিটি ৯,৫৪,০০০/- টাকা ব্যয়ে সমিতির নামে জমি ক্রয় করেছে।


জেলা সমবায় কর্মকর্তা, ময়মনসিংহ জনাব মোহাম্মদ রবিন ইসলাম কর্তৃক বন্ধন শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড, ত্রিশাল, ময়মনসিংহ এর ৯ম বার্ষিক সাধারণ সভা-২০২১ এ অংশগ্রহনকালীন সময়ের কিছু স্থিরচিত্র...

বন্ধন শ্রমজীবী সমবায় সমিতি লি: এর সদস্যদের সাথে মতবিনিময়। 


বন্ধন শ্রমজীবী সমবায় সমিতি লি:, ত্রিশাল, ময়মনসিংহের সাধারন সদস্যদের সাথে মতবিনিময় এবং তাদের সমস্যা ও সম্ভাবনাসমূহ নিয়ে আলোচনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব (প্রশাসন -১) জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় এবং সিস্টেম এনালিস্ট জনাব মোঃ মোনায়েম উদ্দীন চৌধুরী।

 সঞ্চয় আমানত রাখতে আগ্রহী হোন। প্রথমে উক্ত সমিতির নিবন্ধন আছে কিনা যাচািই করে নিন