বন্ধন শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ত্রিশাল উপজেলার কাঁঠাল ও কানিহারী ইউনিয়নের তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে একত্রিত করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে স্থানীয় ও নিজস্ব সম্পদ ও শক্তিকে কাজে লাগিয়ে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে স্থায়ীত্বশীল ও টেকসই উন্নয়ন ধারা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করে আসছে।
সমবায় সমিতিটি স্বাস্থ্য ও পুষ্টির ২৪ টি বিষয়ে সচেতন করার লক্ষ্যে ১৩১৫ জন সদস্যকে বিভিন্ন প্রশিক্ষণ ও সেশন প্রদান করেছে। সমিতির মাধ্যমে সদস্যদের বাড়ি বাড়ি টয়লেট, টিউবওয়েল ও হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়। ৪৯০ জন স্পন্সর শিশুদের নিয়মিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ, কৃমিনাশক বড়ি ও স্বাস্থ্য উপকরণ প্রদান করেছে। কোভিড ১৯ এর প্রতিরোধে সদস্যদেরকে সচেতনতার জন্য বিলবোর্ড স্থাপন ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছিল।
সমিতিটি স্পন্সরশীপ কার্যক্রমের মাধ্যমে ৪৯০ জন শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও উপকরণ প্রদান করছে। ১২ টি শিশু ও কিশোর/কিশোরী ক্লাব ও ৬ টি প্রি-স্কুলের মাধ্যমে ১৬০ জনকে শিক্ষা প্রদান করছে। সাংস্কৃতিক, বিতর্ক, চিত্রাঙ্কন অন্যান্য প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশে সহায়তা করছে। শিশুদের স্কুল ঝড়েপড়া, শিশুশ্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে তাদের সচেতন করতে নাটক ও শোভাযাত্রার আয়োজন করে থাকে।
এছাড়াও সদস্যদের মাঝে সবজি চাষ প্রশিক্ষণের আয়োজন ও বীজ বিতরণ করা হয়। পারিবারিক আয়বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ যেমন টেইলারিং, হাঁস-মুরগি পালন, গরু ছাগল পালন, ব্লক-বাটিক, সঞ্চয় ও বিনিয়োগ ইত্যাদির আয়োজন করা হয়। সদস্যদের মাঝে নিয়মিতভাবে বিভিন্ন উপকরণ যেমন - সেলাই মেশিন, ছাগল, গাছের চারা, ল্যাট্রিন, নলকূপ, শাড়ী, ছাতা ও হাঁস বিতরণ করা হয়। ৯৮৮ জন সদস্যকে ৫২ টি দলে বিভক্ত করে সমবায় সমিতির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সমবায় সমিতির বর্তমান মোট সদস্য রয়েছে ১০২৬ জন, শেয়ার ও সঞ্চয় আমানতসহ মোট তহবিলের পরিমাণ ৭৫,৩২,৯২৯/- টাকা এবং এই অর্থবছরে সদস্যদের মাঝে ৩,৭০,৮০০/- টাকা লভ্যাংশ বিতরণ করা হয়। এছাড়াও সমিতিটি ৯,৫৪,০০০/- টাকা ব্যয়ে সমিতির নামে জমি ক্রয় করেছে।
জেলা সমবায় কর্মকর্তা, ময়মনসিংহ জনাব মোহাম্মদ রবিন ইসলাম কর্তৃক বন্ধন শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড, ত্রিশাল, ময়মনসিংহ এর ৯ম বার্ষিক সাধারণ সভা-২০২১ এ অংশগ্রহনকালীন সময়ের কিছু স্থিরচিত্র...
বন্ধন শ্রমজীবী সমবায় সমিতি লি: এর সদস্যদের সাথে মতবিনিময়।
বন্ধন শ্রমজীবী সমবায় সমিতি লি:, ত্রিশাল, ময়মনসিংহের সাধারন সদস্যদের সাথে মতবিনিময় এবং তাদের সমস্যা ও সম্ভাবনাসমূহ নিয়ে আলোচনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব (প্রশাসন -১) জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় এবং সিস্টেম এনালিস্ট জনাব মোঃ মোনায়েম উদ্দীন চৌধুরী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস